আমরা কষ্ট করে ভোট দিব সুনামগঞ্জে, আর এমপি হবে রাঙামাটি। এমন পিআর পদ্ধতির নির্বাচন চাই না। আমরা চাই সত্যিকারের জনগণের নেতা নির্বাচিত হবে। যে কিনা সবসময় জনগণের পাশে থাকবে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এক পথসভায় এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান। সুনামগঞ্জ-১ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে মাহবুব বলেন, আমি কাজ করব এখানকার রাস্তাঘাট ও স্বাস্থ্যখাত উন্নয়নে, শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে মাহবুব বলেন, ৩১ দফায় যেখানে গ্রাম-গঞ্জ ও হাওরাঞ্চলের মানুষের অধিকারের কথা বলা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে শ্রমিকের অধিকার ও ন্যায্য মজুরি বাস্তবায়ন হবে এবং হাওরাঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত হবে। আর...