উত্তরপশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম জিহাদ আল-শামি (৩৫) বলে জানানো হয়েছে। এই ব্যক্তি সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ম্যাঞ্চেস্টারে হামলার পর এই আততায়ীকে পুলিশ গুলি করে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া ও একজনের ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। ইহুদি বছরে ইয়ম কিপ্পুরের পবিত্রতম দিন এই হামলা হয়। এতে অন্তত ২ জন নিহত হন। সন্দেহভাজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলি ছুড়েন। আরও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় এ হামলার নিন্দা জানান এবং বলেন, বাড়তে থাকা ইহুদিবিদ্বেষকে পরাজিত করতে হবে যুক্তরাজ্যকে।...