হ্যাকারদের কবলে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর ফেইসবুক পেইজ উদ্ধার করতে পেরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। শুক্রবার ভোরে পেইজটি হ্যাকড হয়; সারাদিন পর বিকাল ৪টার দিকে সেটি উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ইসলামী ব্যাংকের লোগো বসানো হয় প্রোফাইল ছবির জায়গাতে। হ্যাকিংয়ের পর পেইজটির প্রোফাইল ও কভার ফটো সরিয়ে নিজেদের লোগো বসিয়েছিল হ্যাকার দল। তারা নিজেদের পরিচয় দেয় ‘এমএস ৪৭০ এক্স’ নামে। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে সাইবার আক্রমণ চালানোর হুঁশিয়ারিও দিয়েছিল হ্যাকাররা। দুপুরে পেইজটিকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। তবে বিকাল থেকে সেটিকে আবার স্বাভাবিক দেখা যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ মুক্ত হয় ইসলামী ব্যাংক। গ্রুপটির নিয়ন্ত্রণ থাকাকালে কোনো ধরনের পরীক্ষা ও যাচাই-বাছাই ছাড়াই মৌখিক নির্দেশে হাজার দশেক ব্যক্তি নিয়োগ পান। তাতে জনবল বেড়ে দাঁড়ায় ২২ হাজারে, যা ২০১৬...