আজ ৩ অক্টোবর, জার্মান পুনঃএকত্রীকরণের ৩৫ বছর পূর্ণ হলো। ১৯৯০ সালে এদিনে বিভক্ত পূর্ব ও পশ্চিম জার্মানি একটি একক রাষ্ট্র জার্মানি হিসেবে পুনগর্ঠিত হয়।এদিন জার্মানির রাষ্ট্রীয় ছুটির দিন। এবার জার্মানির একতা দিবসে নতুন প্রশ্ন উঠেছে, পূর্ব ও পশ্চিম জার্মানরা কি আদৌ পুরোপুরি এক হয়েছে? জার্মানির বিভিন্ন গণমাধ্যমে দেশটির বামপন্থি রাজনীতিক বোডো রামেলোর জাতীয় পতাকা, সংগীত ও সংবিধান নিয়ে গণভোটের প্রস্তাব এই বিতর্ক ও প্রশ্নের নতুন করে জন্ম দিয়েছে। রামেলোর ভাষায়, পূর্ব ও পশ্চিমের মধ্যে এখনো এক ধরণের মানসিক ও সামাজিক দূরত্ব রয়ে গেছে। এই বক্তব্যের বিরোধিতা করেছেন বর্তমান সরকারের পূর্বাঞ্চলবিষয়ক কমিশনার এলিজাবেথ কাইজার। তিনি বলেন, গণতন্ত্র নিয়ে পূর্ব ও পশ্চিম উভয় অংশেই জনগণের মধ্যে সমর্থন রয়েছে, তবে পূর্বাঞ্চলের মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি কিছুটা অবিশ্বাস আছে, যা অতীতের রাজনৈতিক ইতিহাসের ফল।...