আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করলেন লোকেশ রাহুল। চমৎকার ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম শতক উপহার দিলেন ধ্রুব জুরেল। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রাভিন্দ্রা জাদেজাও। তাদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক বড় ইনিংস গড়ার পথে ভারত। আহমেদবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকদের লিড এখন ২৮৬ রান। ৫৩ রান নিয়ে নতুন দিন শুরু করা রাহুল ১২ চারে করেন ঠিক ১০০ রান। পাঁচে নেমে ৩ ছক্কা ও ১৫ চারে ১২৫ রানের ইনিংস খেলেন জুরেল। আর ১০৪ রানে অপরাজিত আছেন জাদেজা; তার ১৭৬ বলের ইনিংসে ৫টি ছক্কার পাশে আছে ৬টি চার। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২ উইকেটে ১২১ রান নিয়ে শুক্রবার খেলা শুরু করে ভারত। প্রথম ওভারেই দুটি চার মেরে...