নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। কলম্বোয় গতকালপাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছেনিগার সুলতানার দল। ম্যাচে টিভি ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। ধারাভাষ্য দেওয়ার একপর্যায়ে তিনি নাতালিয়া পারভেজের পরিচয় তুলতে ধরতে গিয়ে তাঁকে আজাদ কাশ্মীর থেকে উঠে আসা খেলোয়াড় উল্লেখ করেন। এ নিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়লেও ক্ষমা চাইতে বা ভুল স্বীকার করতে নারাজ সানা মীর। বিতর্কিত বিষয়টি নিয়ে আইসিসি এখনো বিবৃতি না দিলেও সানা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বার্তায় সবকিছু স্পষ্ট করেছেন। পাকিস্তান ইনিংসের তখন ২৯তম ওভার চলছিল। ব্যাট করছিলেন দলটির অধিনায়ক ফাতিমা সানা ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাতালিয়া পারভেজ। বল করছিলেন বাংলাদেশের রাবেয়া খান। সেই সময় সানা মীর বলেন, ‘(ফাতিমা) একটা তরুণ দলকে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, তারা বিশ্বকাপ বাছাইয়ে জিতেছে। কিন্তু দলের বেশির...