ফিলিস্তিনের গাজায় দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০ দফার এক যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি প্রকাশের পরই এটিকে স্বাগত জানায় বিশ্বের ৮ মুসলিম দেশ, যাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। তবে, সপ্তাহ না পেরোতেই এবার সেই প্রস্তাব নিয়ে ভিন্ন সুরে কথা বলছে পাকিস্তান। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন এটি তাদের দেওয়া প্রস্তাব নয়। তাদের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবের যেসব ধারা নিয়ে কথা হয়েছিল, সেগুলোর চেয়ে নতুন প্রস্তাবটির অনেক পার্থক্য রয়েছে। খবর দ্য ডনের। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানসহ ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় তারা গাজা যুদ্ধ বন্ধে...