মঙ্গলই আমাদের একমাত্র প্রতিবেশী নয়, যেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। এখন শনি গ্রহের চাঁদ বা উপগ্রহ এনসেলাডাসেও প্রাণ থাকার সম্ভাবনা বেড়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বুধবার একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন বিজ্ঞানীরা, যেখানে এনসেলাডাসের পৃষ্ঠের নিচ থেকে বের হওয়া বিভিন্ন অণু আরও জটিল হয়ে উঠেছে বলে ইঙ্গিত মিলেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ-এর ড. জোর্ন হেলবার্ট বলেছেন, “এনসেলাডাসে প্রাণ থাকার জন্য প্রয়োজনীয় সব উপাদানের খোঁজ আমারা পেয়েছি।” গবেষকদের জন্য এনসেলাডাসের পৃষ্ঠের নিচের জগত জানার এক বিরল সুযোগ এনে দিয়েছে এটি। ‘ক্যাসিনি’ মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা এরইমধ্যে জানতে পেরেছেন, শনির উপগ্রহের পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার মাইল ওপরে পর্যন্ত পানি ও বরফের গম্বুজ আকারে গিজার ছুটে যায় মহাকাশের দিকে। ধারণা করা হচ্ছে, বরফের এসব ঝর্ণার উৎস লবণাক্ত এক পানির বিশাল ভূগর্ভস্থ...