চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের ভূইয়ারা গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মনসামুড়া বাঁশঝাড়। খোলা মাঠে বিলের মাঝখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই ঝাড়ে বাঁশ কাটতে গেলেই ঘটে বিপত্তি। স্থানটি সাপের স্বর্গরাজ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রিয়তোষ নামের এক ব্যক্তি বলেছেন, কয়েকশ’ বছর আগে খোলা বিলের মাঝখানে তৈরি হয় এই বাঁশঝাড়। এটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি। তবে, এখান থেকে বাঁশ কেটে ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় পড়েছেন। রাজীব নামের একজন জানান, এখানে জমিদার লোধ পরিবারের সদস্যরা থাকতেন। প্রায়ই এখানে প্রকাশ্যে বিষধর সাপ চলাচল করত। তারা স্বপ্নে জানতে পারেন যে, মনসা দেবীর পূজা করলেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর থেকেই স্থানীয় জমিদার লোধ পরিবারের সদস্য বংশপরম্পরায় এই বাঁশঝাড় ঘিরে মনসা পূজা করেন এবং স্থানটির নাম হয় মনসামুড়া।...