বলিউডের অভিনেত্রী সোনম কাপুরের কাজের খবর খুব একটা না আসলেও, তার যাপিত জীবনের কথা জানিয়ে দেয় সোশাল মিডিয়া। এই অভিনেত্রী মাঝেমধ্যেই তার নতুন নতুন ছবি শেয়ার করেন ফেইসবুক ও ইনস্টাগ্রামে। এবার ঢাকাই জামদানি পরে সোনম ছবি দিয়েছেন ফেইসুবেক। সে সব ছবিতে অনিল কাপুরকন্যা জানিয়েছেন এই শাড়ির প্রতি তার ভালোলাগার কথা। নয়াউদারবাদী...