ম্যাচ শেষের সম্ভাব্য সময় ছিল রাত সোয়া দশটা। সেই ম্যাচ শেষ হলো সন্ধ্যা ছয়টার বেশ আগেই। একশ ওভারের লড়াই শেষ ৩৪ ওভার পাঁচ বলে। ম্যাচের চিত্রও অনুমান করে নেওয়া যায় এখান থেকেই। ব্যাটে-বলে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০ উইকেটের বিশাল জয়ে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। গুয়াহাটিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাটিংয়ে নেমে স্রেফ ৬৯ রানে গুটিয়ে যায় ২০.৪ ওভারে। এই সংস্করণে যা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর আর ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। সেই সিনালোর ব্যাট থেকে আসে ২২ রান। ছোট লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে ২১৫ বল হাতে রেখেই। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে ১০ উইকেটের জয় পেল তারা। এই জয়ের মূল কারিগর লিন্সে স্মিথ। বিশ্বকাপে নিজের...