জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজে জেতা ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। আজ (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চান জাকের আলীরা। সিরিজ জয়ের ম্যাচ বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বেশকিছু ব্লান্ডার করেছিল বাংলাদেশ। রানতাড়ায় নেমে দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলার পর ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিডল অর্ডারে দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে সহজে জেতা ম্যাচ অনেকটা ফসকে গিয়েছিল বাংলাদেশের হাত থেকে। তবে পরবর্তীতে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের অপরাজিত ১৮ বলে ৩৫ রানের জুটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে টপ অর্ডারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আজও...