উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজন দুই ধরনের মানুষ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার দাবি, আসিফ মাহমুদ লোভী, অন্যদিকে মাহফুজ আলম হিপোক্রেট না। সম্প্রতি সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় ‘কথার পিঠে কথা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মাসুদ কামাল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মাহফুজ আলম এক অনুষ্ঠানে বলেছেন, ‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।’ তার এই বক্তব্য তুলে ধরে মোস্তফা ফিরোজ সাংবাদিক মাসুদ কামালের কাছে প্রশ্ন করেন, সেদিন মাহফুজ আলম বললেন দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে...