এক কথায়, দুদেশের মধ্যেই ক্ষমতার এক তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। এ অবস্থায় পাকিস্তানকে এবার প্রচ্ছন্নভাবে ভয়ংকর এক হুমকিই দিয়ে বসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দিয়ে যাচ্ছে দাবি করে স্পষ্টভাবে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে নিজেদের স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান ভূগোলে নিজেদের স্থান ধরে রাখতে চায়, তবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাস বন্ধ করতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এমনভাবেই হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান। খবর এনডিটিভির। পাকিস্তানকে হুমকি দিয়ে নিজ সেনাদের উদ্দেশে উপেন্দ্র দ্বিবেদী বলেন, যদি ঈশ্বর চান, আপনারা...