নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে “আইনগত ভিত্তিহীন ও স্বেচ্ছাচারী” বলে অভিযোগ তুলেছে। দলটি বলেছে, তাদের পক্ষ থেকে নিয়ম মেনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন ও প্রতীক বরাদ্দের আবেদন জমা দেওয়া হলেও, কমিশন তাদের পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করে একপেশে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক মো. নাহিদ ইসলামের বক্তব্যের বরাত দিয়ে এই ব্যাখ্যা প্রকাশ করেন। এনসিপি জানায়, দলটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধন ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে নিয়মিত যোগাযোগ করে আসছে। এপ্রিল থেকে তাদের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কমিশনের সঙ্গে বৈঠক করেছে, যার মধ্যে ছিল নিবন্ধনের সময়সীমা, নির্বাচনী আইন,...