নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এক ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।” শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে—এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।” আন্দালিব পার্থ ২০০৮ সালে ভোলা-১ আসনে জয়ী হন এবং ২০১৮ সালে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ থেকে নির্বাচন করেন। পরবর্তীতে বিএনপি জোট থেকে...