স্টেশনে পৌঁছালে উপজেলা প্রশাসন ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগসহ স্থানীয় কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করেন। পরে সচিবদ্বয় বাইপাস রেলস্টেশন ঘুরে দেখেন ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলওয়ে পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান, ঈশ্বরদী...