জামদানি বাংলার ঐতিহ্য ও গর্ব। ফ্যাশন-দুনিয়ার চল ও রঙের সঙ্গে তাল মেলানোর কারণে জামদানির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। ঐতিহ্যের প্রতি সম্মান ও জামদানিকে ছড়িয়ে দিতে অনেকেই এখন জামদানি নিয়ে কাজ করছে। সেই যাত্রায় যুক্ত হয়েছে বলিউডও। সেখানকার তারকা মহলের নানান আয়োজনে অনেকের পরনেই এখন জামদানি দেখা যায়। সম্প্রতি বলিউড তারকা আলিয়া ভাট ও সোনাম কাপুর জামদানি পরে তাক লাগিয়ে দিয়েছেন। মুম্বাইয়ে দুর্গাপূজার প্যান্ডেলে প্রতিমা দর্শনে গিয়েছিলেন আলিয়া। সেই অনুষ্ঠানেই জামদানি শাড়িতে দেখা গেছে তাকে। জলপাই রঙের জামদানি শাড়িতে অসাধারণ মানিয়েছে তাকে। শাড়ির পাড়ে ছিল সোনালি জরির জমকালো কাজ, যা উৎসবের আবহকে তুলে ধরেছে। শাড়িটির ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা। শাড়ির সঙ্গে মিলিয়ে আলিয়া ভাট পরেছিলেন আইভরি চিকনকারি ডিপনেকের ফুলস্লিভ ব্লাউজ। তার পোশাকে ফুটে উঠেছে বাঙালির আভিজাত্য। টানা দেওয়া কানের...