বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আবারও ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধের দাবি ‘নাকচ’ করেছেন। ফিফা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেছেন, ‘ফিফা ভূরাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না।’ ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, তখন কয়েকদিনের মধ্যেই রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে পাঠায় ফিফা। সেসময় ঠিকই ‘ভূরাজনীতি’র ময়দানে অবতীর্ণ হয়েছিল সংস্থাটি। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালালেও দখলদার ইসরাইলের বিরুদ্ধে ন্যূনতম শাস্তিমূলক পদক্ষেপও নেয়নি ফিফা। ইসরাইলের লাগাতার নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। উপত্যকায় ইসরাইলের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে জাতিসংঘ। ফিফা কাউন্সিলের আলোচনায় এই ‘গণহত্যা’কে পাশ কাটিয়ে ফিফা সভাপতি বলেন, ‘ফিফায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে ফুটবলের শক্তিকে ব্যবহার করে বিভক্ত বিশ্বে মানুষকে একত্রিত করব। বর্তমানে ফুটবলের...