ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে এবার চালু হচ্ছে সরাসরি বিমান চলাচল। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই চলাচল দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। এই ঘোষণার পরই ইন্ডিগো এয়ারলাইন্স জানায়, তারা ২৬ অক্টোবর থেকেই কলকাতা থেকে চীনের গুয়াংজু রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এছাড়া দিল্লি থেকে গুয়াংজু রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা তাদের রয়েছে। ২০২০ সালের পর থেকে দুই দেশের মধ্যে কোনও সরাসরি বিমান চলাচল হয়নি। হিমালয় সীমান্তে প্রাণঘাতী সেনা সংঘর্ষ এবং ২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে ভারত...