১৫ বছরের বেশি সময় ধরে ট্রাক চালান ইমাম হোসেন। রাতের নীরব পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় জুবিন গার্গের গানে গানে শান্তি খুঁজে পেতেন তিনি। ইমাম হোসেন বাঙালি মুসলিম, যাঁরা আসামে ক্রমে আক্রমণের মুখোমুখি হচ্ছিলেন। তাঁরা প্রায়ই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত হচ্ছিলেন। তবে এসব রাজনৈতিক আলাপ তাঁকে জুবিনের গান শোনা থেকে দূরে রাখতে পারেনি। এভাবেই জুবিন ধর্ম-বর্ণনির্বিশেষে হয়ে উঠেছিলেন সবার শিল্পী। বলা যায়, ধর্মীয় বিভাজনের মধ্যে হিন্দু গায়ক জুবিনের গান যেন মিলনস্থল হিসেবে কাজ করেছিল। আল–জাজিরাকে ইমাম হোসেন বলেন, ‘তাঁর সংগীত আমার অন্তরের শান্তি ছিল।’ জুবিন গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাস দ্বীপে মারা যান। ৫২ বছর বয়সী এই শিল্পীর হঠাৎ মৃত্যু আসাম তো বটেই পুরো ভারতকেই যেন নাড়িয়ে দিয়ে গেছে। তাঁর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন। মোদি বলেন,...