গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অবরোধের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে গ্লোবাল ফ্লোটিলার সঙ্গে যাত্রা করেছেন ব্রিটেনের নিউক্যাসলের মানবতাবাদী কর্মী রুহি লরেন আখতার। রুহি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নর্থম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন। গত ১৮ সেপ্টেম্বর গ্লোবাল সামুদ ফ্লোটিলায় যোগ দেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবাদী কর্মী ও আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন, যাদের লক্ষ্য গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিসের সংকট তুলে ধরা। খবর গার্ডিয়ানের। গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন আখতারকে নিয়ে তাই বাংলাদেশে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। রুহি লরেন আখতার জানিয়েছেন, ‘আমি গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছি, কারণ অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, মৌলিক নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতার...