০৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক শক্তির ঐক্যমতের ভিত্তিতে ঐতিহাসিক জুলাই সনদ প্রণীত হওয়া উচিত। এতে নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল দলের মতামত নেওয়া না হলে এর গ্রহণযোগ্যতা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। আজ জনতা পার্টি বাংলাদেশ কার্যালয়ে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিকল্প রাজনৈতিক জোট গঠনের ধারাবাহিক মতবিনিময়ের এক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এ মত প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি জনাব মহসীন রশিদ। সঞ্চালনা করেন জনতা পার্টি বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন। নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে যাতে সকল রাজনৈতিক দল অংশ নিতে পারে, সেজন্যে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ এবং উদার করতে হবে। জুলাই...