জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, সামাজিক মাধ্যমেও সমানভাবে ভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। নিয়মিত নিজের নানা মুহূর্ত শেয়ার করা কিংবা সচেতনতার বার্তা দেওয়ার কারণে তাঁর ফেসবুক পেজ সবসময় সরগরম থাকে। তবে এবার ভিন্ন এক কারণে সরব হলেন এই অভিনেত্রী। নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। আজ বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।” পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?” এর আগে কৃত্রিম...