ইউরোপা লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে লিলের জয় হয়তো অনেকেই আশা করেছিলেন। কিন্তু যা ঘটল রোমার স্টাদিও অলিম্পিকোতে, তা ইউরোপা লিগের ইতিহাসেই বিরল ঘটনা হয়ে থাকবে।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রোমার সামনে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু লিলের তুর্কি গোলরক্ষক বারকে ওজের হয়ে উঠলেন সত্যিকারের নায়ক। তিনি টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিলেন।খেলার শুরুতেই লিড নেয় লিল। মাত্র ৬ মিনিটে ফিনল্যান্ডের হাকন হ্যারাল্ডসন গোল করে এগিয়ে দেন ফরাসি ক্লাবকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। তবে ৮৪ মিনিটে রেফারির বাঁশিতে পেনাল্টি পায় রোমা।প্রথমে শট নেন ইউক্রেনের স্ট্রাইকার আরতেম দোভবিক। ওজের তাঁর প্রচেষ্টা ফিরিয়ে দেন। কিন্তু গোলকিপারের আগেভাগে নড়াচড়ার কারণে পুনরায় শট নেওয়ার সুযোগ পান দোভবিক। আবারও একইভাবে শট নেন তিনি—আবারও ব্যর্থ হন! দ্বিতীয়বারও ওজের বাঁধা হয়ে দাঁড়ান।এরপর...