খাগড়াছড়ি সদরে মারমা কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগ ওঠার পর সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে এসব বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। ২৭ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা ও স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত ২৭ দোকান মালিককে ৩০ কেজি করে চাল ও সাড়ে সাত হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়। জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম বলেন, “১৪৪ ধারার মধ্যেও জনজীবনে স্বস্তি ফিরেছে। আপনারা সাংবাদিকরা সেটাই লিখেছেন। আমরাও চাওয়া জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসুক। “২৯ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতা অবরোধ স্থগিত করেছে। তবে আমরা আশা করব মানুষের জীবন যাপনের সুবিধার্থে তারা অবরোধ প্রত্যাহার করে নেবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর রিকুইজিশনে ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হবে।” ত্রাণ বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ি পুলিশ...