০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কাজ করার অভিযোগে সেরকান চিচেক নামে এক ব্যক্তিকে যৌথ অভিযানে আটক করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা। তুর্কি কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে। তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এমআইটি) চিচেকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ বিষয়ে চলমান এই তদন্তের নাম দিয়েছে "মেট্রন অপারেশন"। এমনটি জানিয়েছে হুররিয়েত ডেইলি নিউজ। এই অভিযানে অংশ নেয় ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এমআইটি), ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশের সন্ত্রাস-দমন শাখা। এমআইটির তদন্তে জানা যায়, চিচেক ইসরায়েলের অনলাইন অপারেশনস সেন্টারের ফয়সাল রশিদের সাথে যোগাযোগ রাখতো। সে ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতির বিরোধী এক ফিলিস্তিনি কর্মীর উপর নজরদারি করতে রাজি হয়। তদন্তে প্রকাশ পায়, চিচেকের আসল নাম মুহাম্মত ফাতিহ কেলেস। ব্যবসায়িকভাবে ব্যাপক...