অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। জাতি আজ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে।” শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। সরওয়ার বলেন, “২৪ এর আড়ালে ৭১ এর চেতনাকে অস্বীকার করা যাবে না। ২৪ ও ৭১ একই চেতনার প্রতিফলন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতেই ১৯৭১ ও ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে।” তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র সবার কণ্ঠস্বর শুনবে।” সংলাপে বক্তব্য রখেন মুসলিম লীগের...