রাজধানীর রায়েরবাজারের বাসিন্দা কানিজ আমীন বলছিলেন, ‘আমাদের অ্যাপার্টমেন্টের পাশে বেশ কিছু খালি প্লট ছিল। প্রতিবছরই ওখানে কাশফুলের দেখা মিলত। ওখান থেকে কাশফুলগাছের মূল এনে ছাদে রোপণ করেছিলাম।’ছাদে কাশফুল ফুটিয়েছেন মাহবুবুল মালিক। বলছিলেন, ‘ফলের ক্রেটে কাশবন থেকে গোড়াসহ কাশফুলের চারা এনে রোপণ করেছিলাম। যত্ন খুব একটা লাগে না বললেই চলে। শুধু নিয়মিত পানি দিয়ে যাওয়া। তাতেই সুন্দর ফুল হয় প্রতিবছর।’ পুরান ঢাকার ধূপখোলা মাঠের পাশে আলেয়া মহলের বাসা। জানালেন, ‘২০১৭ সালে ফুলের টবে আপনা-আপনিই হয়েছিল কাশফুলের গাছ, ফুলও এসেছিল। পরে দেখতে দেখতে কেমন করে যেন আবার নাই হয়ে গেল!’ প্রায় একই কথা জানান বাসাবোর বাসিন্দা সৌরভ আরিফ। বলেন, ‘আমার ছাদে হয়েছিল একবার। কাশফুল উড়ে এসে নিজেই হয়েছিল ছাদে...পরে দেখি নিজ থেকেই আবার গায়েব!’ ২০১৮ সালের কথা। পাশেই গ্রিন মডেল টাউন। শরৎ...