বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আপনি ততক্ষণ নেতা, যতক্ষণ জনগণ আপনার পাশে আছে। জনগণ যদি আপনার পাশে না থাকে তবে আপনি কীসের নেতা।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টায় মহিপুর, আলিপুর ও কুয়াকাটার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেশে একটি দল হিন্দু সম্প্রদায়কে তাদের সম্পত্তি মনে করে। কিন্তু হিন্দুরা কোনো দলের সম্পত্তি নয়। আমরা সামগ্রিকভাবে সবাই বাংলাদেশি। এটিই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখানে সংখ্যালঘু বলে আলাদা কোনো পরিচয় আমি মানতে চাই না।তিনি আরও বলেন, রাষ্ট্র আমাকে যে অধিকার দিয়েছে, আপনাকেও সেই অধিকার দিয়েছে। বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যারা জনগণের নিরাপত্তা দিতে সব সময় অঙ্গীকারবদ্ধ।ইলিশ ধরায়...