বাণিজ্য ডেস্কঃইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ন্ত্রণে নিয়েছে একদল হ্যাকার। তারা পেজটির প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিমূলক বার্তাও দিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ইসলামী ব্যাংকের অফিসিয়াল পেজটি ‘MS 470X’ পরিচয়ধারী হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন তারা ওই পেজে একটি পোস্ট দেয়। পেজের নাম বদল না করলেও এর প্রোফাইল ও কভারের ছবি পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির নাম সম্বলিত ছবি দেওয়া হয়েছে। হ্যাকাররা...