অভিনেতা ইয়াশ রোহান দুর্গাপূজার বিজয়া উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন। তবে সমালোচনার পাশাপাশি অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। গত বৃহস্পতিবার ইয়াশ রোহান নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে কপালে তিলক নিয়ে দেখা যায়। সঙ্গে তিনি বিজয়ার শুভেচ্ছা জানান। পোস্টটি প্রকাশের পর কিছু ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করলেও, শিল্পীকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের শোবিজ অঙ্গনের সহকর্মীরা ও সাধারণ দর্শকেরাও। তাঁদের বক্তব্য, ধর্মীয় কারণে কোনও শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক এবং অনভিপ্রেত। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’ একজন...