ক্ষতিগ্রস্ত রামসু বাজার পরিদর্শনে রিজিয়ন কমান্ডার, আর্থিক সহায়তা প্রদান NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।পরিদর্শনের আগে রিজিয়ন কমান্ডার মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।এছাড়া, তিনি জানান যে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।রিজিয়ন কমান্ডার এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ...