ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ সংশোধনের দাবি করবে। তবে আগামী দিনে তারা এই পরিকল্পনাটি নবায়নের আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করবে। বিশ্লেষক এবং গ্রুপের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার থেকে ‘তিন বা চার দিনের’ সময়সীমা বেঁধে দিয়েছেন হামাসকে। ট্রাম্পের দাবি, তার প্রস্তাবের লক্ষ্য গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং বিধ্বস্ত অঞ্চলটি পরিচালনার জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব পালন করবে। কায়রোতে অবস্থিত গাজার একজন রাষ্ট্রবিজ্ঞানী মাখাইমার আবুসাদা বলেছেন, হামাসকে এখন ‘খারাপ এবং সবচেয়ে খারাপের মধ্যে একটিকে বেছে নিতে হবে।’ আবুসাদা বলেছেন, “যদি তারা ‘না’ বলে, যেমন ট্রাম্প স্পষ্ট করেছেন, তবে তা ভালো হবে না এবং ইসরায়েলকে গোষ্ঠীটিকে ধ্বংষ...