বাড়ির এক অদৃশ্য আতঙ্ক হলো তেলাপোকা। বিশেষ করে রান্নাঘর, অন্ধকার কোণ, আলমারি কিংবা ড্রেনে এদের সহজেই দেখা মেলে। খাবারের সন্ধান পেলেই সেখানে আস্তানা গেঁড়ে বসে এই পোকা। কিন্তু অনেকেই জানেন না, তেলাপোকা শুধু বিরক্তিকরই নয়, বরং স্বাস্থ্যঝুঁকির বড় কারণও। এটি ক্ষতিকর ই-কোলাই ব্যাকটেরিয়া ছড়ায় এবং সালমোনেলা সংক্রমণ ঘটায়, যা পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তেলাপোকা তাড়াতে বাজারের নানা কীটনাশক ব্যবহার করা হলেও অনেক সময় তাতে কাজ হয় না। তবে কিছু সহজ ঘরোয়া কৌশলেই এদের বিদায় জানানো সম্ভব। প্রথমেই বলা যায় হেয়ার স্প্রের কথা। আশ্চর্যজনক হলেও সত্যি, সরাসরি স্প্রে করলে তেলাপোকার পা ও ডানা অচল হয়ে যায়, শ্বাসরোধ হয়ে অল্প সময়েই মারা যায়। কিন্তু আরও সহজ ও নিরাপদ সমাধান লুকিয়ে আছে রান্নাঘরের একটি সাধারণ মশলায় তেজপাতা।তেলাপোকা তেজপাতার গন্ধ একেবারেই সহ্য...