গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। শিক্ষার্থী মোরশেদ আলম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন, নওগাঁ ডিবেট ক্লাব এর সভাপতি তানজিম বিন বারি, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমূখ। বক্তারা বলেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকারকর্মীদের উদ্যোগে পাঠানো 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহরে ইসরাইল ‘জলদস্যু’র মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার রাতের আঁধারে ইসরাইলের ‘শায়েতেত ১৩’ নামে একটি বিশেষ নৌ কমান্ডো ইউনিট বহরে হামলা চালিয়ে অধিকাংশ জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেগুলোর শত শত আরোহীকে আটক করে। বহরটিতে বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন,...