চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি পোস্ট করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজিত হলে দুপক্ষেই...