এক সময়ের জমজমাট সাপের খেলা এখন কেবলই ম্লান স্মৃতি। ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে কাঠের বাক্সে ফণা তুলেছিল গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, দাঁড়াশ আর অজগরের মতো বিষধর ও নির্বিষ সাপেরা। কিন্তু চারপাশে দর্শকের ভিড় তেমন নেই, যেন আধুনিক সচেতনতার ঢেউয়ে বিলীন হতে বসেছে সাপুড়েদের চিরায়ত এই জীবন। এই দৃশ্যই বলে দেয় সময়ের পরিবর্তন। আগে যেখানে সাপের খেলা দেখতে মানুষের ভিড় উপচে পড়ত, আর সাপুড়েরা গাছগাছালির ওষুধ বিক্রি করে সংসার চালাত, এখন সেই দিন আর নেই। এই সত্যের মুখোমুখি দাঁড়িয়েছেন দিনাজপুর পৌর শহরের শেখপুরা মহল্লার প্রবীণ সাপুড়ে মো. আইনুদ্দিন (৭৫)। ৪০ বছর ধরে সাপের খেলা দেখিয়ে জীবন পার করেছেন তিনি। এই পেশার আয়েই তিনি দুই ছেলে ও দুই মেয়েকে মানুষ করেছেন; কিন্তু এখন সেই ভিড় আর নেই। হতাশা নিয়ে প্রবীণ...