সামাজিক আচরণ ও সম্পর্ক নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মেয়েদের আকর্ষণের বিষয়টি সব সময় সরাসরি বোঝা কঠিন। তবে কিছু বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ছেলেদের কিছু অভ্যাসকে মেয়েরা বেশি পছন্দ করে তা চিহ্নিত করা সম্ভব। প্রথমত,দৃষ্টিনন্দন চুল ও উচ্চতামেয়েদের মন জয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত মেয়েরা সমান উচ্চতা বা তার চেয়ে কম উচ্চতার ছেলেদের বেশি আকৃষ্ট হয়। এছাড়া, মাথায় সুন্দর চুল থাকা ও লম্বা কদ কেয়ারবিহীন নয়। দ্বিতীয়ত,স্টাইলিশ ও ফ্যাশন সচেতন ছেলেরামেয়েদের দৃষ্টি বেশি আকর্ষণ করে। হালের ফ্যাশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং রুচিশীল পোশাকবিন্যাসের কারণে মেয়েরা এই ধরনের ছেলেদের প্রাধান্য দেয়। এছাড়া,যত্নশীল ও দায়িত্ববান স্বভাবমেয়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে মেয়েরা বাবা বা পুরুষ রোল মডেল দেখে বড় হয়, তাই তারা স্বাভাবিকভাবেই দায়িত্বশীল এবং যত্নশীল ছেলেদের দিকে আকৃষ্ট...