টানা তিন ম্যাচ জয়ের পর এবার হারের মুখ দেখেছে চট্টগ্রাম। শুক্রবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরের কাছে ৫ উইকেটে হেরেছে ইয়াসির আলীর চট্টগ্রাম।নাসির হোসেনের ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পায় রংপুর, তিনিই হয়েছেন ম্যাচসেরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৪৪ রানের মধ্যে তারা হারায় শীর্ষ ৪ ব্যাটারকে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী ও ইরফান শুক্কুর। তাদের ৪৮ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও ইয়াসির ২২ রান করে বিদায় নিলে আবারও চাপে পড়ে দলটি। ইরফান শুক্কুর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। তিনি ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭...