‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় শুরু হয়েছে আন্তর্জাতিক মানের ‘রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতা। দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ ম্যারাথন শুরু হয়। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সব বয়সি নারী-পুরুষ অংশ নেন। এর মধ্যে রয়েছে— ফুল ম্যারাথন (৪২ কিমি): ১৮০ জন, হাফ ম্যারাথন (২১ কিমি): ১৮৫ জন, ১০ কিমি দৌড়: ৩৫০ জন নারী-পুরুষ, শিশুদের ৫০০ মিটার দৌড়: ৩০ জন প্রতিযোগী। দৌড়বিদরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়ক ও গ্রামের মেঠোপথ ধরে হালকা কুয়াশা ও শীতল বাতাসে গ্রামীণ সৌন্দর্যের মাঝে প্রতিযোগিতা শুরু করেন। এ সময় সড়কের দুপাশে উৎসুক দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা নির্বিঘ্ন...