জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেলে সেখানকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় রাতভর বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় ফ্লাইট চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইউরোপজুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে, আর রোমানিয়া ও এস্তোনিয়া এ ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়া অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিউনিখ এ তালিকায় সর্বশেষ শহর হিসেবে বৃহস্পতিবার রাতে আকাশপথ বন্ধ করে। এতে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং প্রায় তিন হাজার যাত্রী আটকা পড়ে। তবে শুক্রবার ভোরেই ফ্লাইট চলাচল শুরু হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে দেখা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু হয়েছে। জার্মান জাতীয় বিমান সংস্থা...