অক্টোবরের শুরুতেও পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। গভীর নিম্নচাপের জেরে শুক্রবারও (৩ অক্টোবর) লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতাসহ বঙ্গের বিভিন্ন জেলায়।আর এই পরিস্থিতিতে দামোদর নদীর বাঁধ (দুর্গাপুর ব্যারেজ) থেকে ছাড়া হল ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি। এর পাশাপাশি ভারতের ঝাড়খন্ড ও বিহার রাজ্য সংলগ্ন-মাইথন ও পাঞ্চেত থেকে পানি ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের নদীগুলোয় জলোচ্ছ্বাস বেড়েছে, অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বিপুল জলরাশির প্রভাব বাংলাদেশের নদ-নদীতে পড়বে বলেও মনে করা হচ্ছে। কলকাতার আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরের গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়। ফলে দামোদর নদীর পানির স্তর দ্রুত বেড়েছে। এর জেরেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি এবং মাইথন থেকে ৩২ এবং পাঞ্চেত থেকে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। পশ্চিবঙ্গের...