অবুঝ বয়সের আমিও জেনে যাই একটা কথা -"বাঙালে-চাঙমায় হাবাহাবি," যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় "বাঙালি-চাকমার কোপাকুপি"।এই কোপাকুপি কেন হয়, তখন তা আমি বুঝতে পারতাম না। ছোটোবেলায় আমার একটা গোলাপি রঙের শক্তপোক্ত ব্যাগ ছিল।আমার রাঙ্গামাটির মাসির কাছ থেকে উপহার পাওয়া। ঐ ব্যাগে আমার নতুন তিনটা ফ্রক, ক্লাস থ্রির গাইড বই,আর আমার সাইজের বানানো নতুন পিনোন-হাদির সেট গুছানো থাকতো।নিজের ঘর ছেড়ে পালানোর সময় যা যা দরকার, ঐ ব্যাগে তা গুছিয়ে রাখতাম।কিন্তু বোধশক্তি না হওয়াতে ক্লাস থ্রিতে পড়া আমি বুঝতাম না কাঁধভারি ব্যাগে গাইড বইয়ের দরকার কী।আমি যেহেতু পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তাই বই নেয়াটা আমার জন্য জরুরি ছিল।কিন্তু পালানোর পর কোথায় যাবো কী খাবো, স্কুল কোথায় পাবো তা জানি না।এখন প্রশ্ন হলো, আমাকে কেন পালাতে হতো?কেনকোথায়ই বা পালাবো? চলুন তাহলে শুরু করা...