০৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থি ধারায় চলছে। এই ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। 'ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও জামায়াত-শিবিরের সচেতন হওয়া দরকার বলে মনে করেন রাশেদ খান।' শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান পোস্টে জামায়াত-শিবিরকে আহ্বান জানান, অন্য দলে কর্মীদের নিজেদের দলে যুক্ত না করার। তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের এই নীতির কারণে তার দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় গোপন...