০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এল সেগুন্দো শহরের শেভরন তেল শোধনাগারে ভয়াবহ এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটি লস এঞ্জেলসের দক্ষিণে অবস্থিত। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিস্ফোরণের পর ভয়ানকভাবে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে সিএনএন জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে বিশাল আগুনের শিখা দেখা যায় এবং অনেকক্ষণ ধরে বিকট শব্দ শোনা যায়। আগুনের তীব্রতা শুরুতে অনেক বেশি ছিল, যার কারণে কমলা রঙ ধারণ করে রাতের আকাশ। এল সেগুন্দো ফায়ার ডিপার্টমেন্টের ডিভিশন চিফ ক্যাসি স্নো সিএনএনকে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে...