ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। রূপ ও অভিনয়ে দর্শকদের মন জয়ে বরাবরই সফল এই অভিনেত্রীকে ঘিরে হঠাৎ করেই তীব্র আলোচনায় মেতে উঠেছে নেটদুনিয়া। কারণ একটাই- হিন্দু সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা সিঁদুর পরার রীতি নেই। তিনি অবিবাহিত হয়েও সিঁদুর কেন পরেছেন? সঙ্গত কারণেই এমন প্রশ্ন জেগেছে সবার মনে। শারদীয় দুর্গাপূজার তিন দিন তিন রকম সাজে অভিনেত্রীকে মণ্ডপে দেখে উদ্বেলিত সাধারণ মানুষ। এবারের আয়োজন নিয়েও বেশ স্বস্থির কথা জানিয়েছেন এ অভিনেত্রী। বিজয়া দশমীর দিন দেবী দূর্গার কাছে নিজের মায়ের আত্মার শান্তি কামান করেছেন পূজা। মণ্ডপে সিঁদুর খেলতে এসে সাংবাদিকদের মুখমুখি হন অভিনেত্রী। এ সময় তিনি বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দূর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ...