০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম আলজেরিয়া জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়েই আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে দল ঘোষণা করেছে আলজেরিয়া। যুব পর্যায়ে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করার পর গত মাসে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেন লুকা। দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। ফ্রান্সের ইতিহাসের তো বটেই, ফুটবল বিশ্বেই সেরাদের একজন জিদান। তার মতো লুকারও জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সে। খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলেও। তবে ফ্রান্সের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা না দেখেই নিজের শেকড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন লুকা। জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। শিরোপা জিতেছেন ১৯৯৮ আসরে, রানার্স আপ হয়েছেন ২০০৬ বিশ্বকাপে। এই কিংবদন্তির বাবা-মা...