নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ভিন্নধর্মী অনুভূতি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে। তিনি বলেন, “বিদেশ ভ্রমণ আমার অপছন্দ”। পোস্টে তিনি উল্লেখ করেন, অধিকাংশ মানুষ বিদেশ সফরে আগ্রহী হলেও তিনি এ বিষয়ে উদাসীন। “আমি কখনো লন্ডন, নিউইয়র্ক, টোকিও বা কাঠমান্ডুর মতো শহর দেখার প্রয়োজন বোধ করিনি,” — লেখেন তিনি। ২০১২ সালে একমাত্র দীর্ঘ ভ্রমণে যুক্তরাষ্ট্রের পাঁচটি শহর ঘুরলেও, সেটিই তাঁর কাছে বিদেশ সফরের শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে চাকরি সূত্রে আরও দুইবার বিদেশ যেতে হলেও তার মনে হয়েছে — “বিদেশ ভ্রমণ আমার কাজ নয়।” শফিকুল আলম জানান, তাঁর মন পড়ে থাকে বাংলার প্রাচীন বটগাছ, নদীর ঘাট, গ্রামের সরু পথ আর চায়ের দোকানের আড্ডায়। “আমার...