রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট ও স্মারক মুদ্রা উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিদিন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএসকে ইসরায়েলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে ‘যমজ ভাই’ বলে অভিহিত করেছেন। বুধবার কন্নুরে এক জনসভায় বিজয়ন বলেন, ‘ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই।’ এর আগে এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে বিজয়ন বলেছিলেন, ‘আরএসএসের শতবর্ষ উদ্যাপন করা সংবিধানের প্রতি গুরুতর অপমান।’ আরএসএসের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডি. রাজা। তিনি তাদের প্রতিক্রিয়াশীল, বিভাজনমূলক ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলেন, ‘আরএসএস সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে কী অবদান রেখেছে? এটি প্রতিক্রিয়াশীল, বিভাজনমূলক, সাম্প্রদায়িক এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি তৈরি করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ...